রবিবার, ২৬ মে, ২০১৩

কর্নেল তাহে্র হত্যা মামলা এবং ব্যারিষ্টার মৌদুদ আহমেদের বই নিয়ে তীব্র সমালোচনা.

নিজের সৃষ্টিই এখন নিজের বৈরী। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অতিথি পাখিটির নাম হচ্ছে মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মৌদুদ আহমেদ। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ উনাকে মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ও শেষ পর্যন্ত সংবিধান সংশোধন করে তাকে উপ-রাষ্টপতি পদেও বসিয়েছিলেন। কিন্তু উনি সেটা আর বুঝলেন কই! উনার নিজের প্রকাশিত একটি বইয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লং ড্রাইভে যাওয়ার ঘটনা উল্লেখ করে এক ধরণের কুৎসিত ইঙ্গিতও দেন তিনি। সে সময় জাতীয় পার্টির অভ্যন্তরে তাকে নিয়ে তীব্র সমালোচনা হয়। তবে তিনি রাজনীতির মাঠে যে একজন ঝানু খেলোয়ার সেটা তিনি প্রমান করেছিলেন সেই সময়ই। কারারুদ্ধ এরশাদের কাছ থেকে একটি চিরকুট পাঠানোর ব্যবস্থা করেন উনি, যেটাতে লেখা ছিলো "মওদুদ যদি তার বইয়ে উল্লেখিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে"

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের মৃ্ত্যুদন্ড দেওয়ার পেছনে জিয়ার ভূ্মিকা নিয়ে যে কথাগুলো মৌদুদ সাহেব উনার নিজের বইয়ে লিখেছিলেন সেটা নিয়ে বি এন পির রাজনীতিতে যে আলোচনার ঝড় বইছে সেটা তিনি কিভাবে সামাল দিবেন সেটা মনে হয় ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে। এরসাদের আমলে এরসাদ যখন কারাগারে ছিলেন তখন তিনি কারারুদ্ধ এরসাদের কাছ থেকে নিজেকে বাঁচানোর শেষ চিরকুটটা আদায় করিয়ে নিয়েছিলেন। এখনতো তারেক রহমান বিদেশের মাটিতে,মৌদুদ সাহেব কি এখন তারেক রহমানের কাছ থেকে কোনো চিরকুট আনাবেন নিজেকে বাঁচানোর শেষ রক্ষাকবচ হিসেবে?

ঢিল ছুড়ে দিয়েছেন অনেক আগেই। এখন সেটাকে ফেরত আনার আর উপায় নাই। নিজের প্রকাশিত বইয়ে যা লিখেছেন সেটাতো আর মুছা যাবে না। উনি হয়তো এখন টনি ব্লেয়ারের সেই উক্তিটির প্রয়োগ করবেন, "The first rule in politics is that there is no rule". মৌদুদ সাহেবের এটা খুব ভালো করে জানা আছে রাজনীতির মাঠে গোলবার টা মাঠের এক প্রান্তে থাকে না এটা প্রত্যেকের পায়ে থাকে, যার যখন খুশি ইচ্ছামত মাঠের যেকোনো জায়গায় একটা গোলবার বানিয়ে শুধু কীকটা জায়গা মত করতে পারলেই হলো। উনি যে স্বার্থেই কথা গুলো লিখেছেন, সেটাকে দলীয় স্বার্থে মিথ্যার প্রলেভ দিয়ে মুঁছে দেয়ার চেষ্টা হবে সত্যের উপর কালিমা লেপন।

মন্তব্যঃ আদালতের কাছে এত তথ্যপ্রমানাদি থাকার পরও মৌদুদ সাহেবের একটা বইয়ের উদাহরন টানার কারনটা বুঝে উঠতে পারলাম না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন